শূন্য থেকে 11 মাস বয়সী শিশুদের ইপিআই (EPI)

যক্ষা বিসিজি টিকা ০.০৫ এমএল ডোজের সংখ্যা এক জন্মের পর পর ৫০ দিনের মধ্যে দিতে হবে তবে  এরপরেও দেয়া যায় দিতে হবে বাম বাহুর উপরের অংশে চামড়ার মধ্যে।


ডিপথেরিয়া, হুপিং কাশির, ধনুষ্টংকার ,হেপাটাইটিস বি, হিমোফিলিস, ইনফ্লুয়েঞ্জা বি এগুলোর জন্য প্যান্টাভালেনট টিকা (ডিপিটি ,হেপাটাইটিস বি, হিব) ০.৫০ml ডোজের সংখ্যা ৩ এবং ডোজের মধ্যে বিরতি চার সপ্তাহ এই টিকা গুলা দিতে হবে ছয় সপ্তাহ 10 সপ্তাহ ও চৌদ্দ সপ্তাহে টিকাদানের স্থান হচ্ছে বাম উরুর মধ্যেভাগের বাহির অংশে মাংস পেশীতে।



নিউ মক্কাল নিউমোনিয়া এ রোগের জন্য পিসিভি টিকা দিতে হবে 0.5ml ডোজের সংখ্যা হচ্ছে তিন ডোজের মধ্যবিরতি ৬থেকে ৮ সপ্তাহ টিকা দেওয়ার সঠিক সময় যথাক্রমে ৬ সপ্তাহ 10 সপ্তাহ ও ১৮ সপ্তাহ দিতে হবে ডাল উর ুর মধ্যভাগের বহির অংশে।



পোলিওমাইলাইলাটিস রোগের জন্য টিকা দিতে হবে  ওপিভি এবং আইপিভি  টিকা । ওপিভি দুই ফোঁটা করে তিনবার চার সপ্তাহ পর পর যথাক্রমে ৬ সপ্তাহ 10 সপ্তাহ ও ১৪ সপ্তাহে মুখে খাওয়াতে হবে।


আইপিভি ০.১এম এল দুই বার ডোজের মধ্যে বিরতি হবে ৮ সপ্তাহ টিকা দেওয়ার সঠিক সময় যথাক্রমে ছয় সপ্তাহ ও ১৪ সপ্তাহ দিতে হবে ডান বাহুর উপরের বহির অংশে চামড়ার মধ্যে।




হামেও রুবেলা এই রোগের জন্য দিতে হবে এমআর টিকা ০.৫ এম এল। এই টাকা দিতে হবে দুইবার যথাক্রমে ৯ মাস এবং 15 মাস পূর্ণ হলে দিতে হবে ডান উড়ুর মধ্যভাগের বহির অংশে চামড়ার নিচে।




হাম রোগের জন্য হামের টিকা দিতে হবে 0.5ml দিতে হবে একবার ১৫ মাস বছর পূর্ণ হলে দিতে হবে বাম  উরুর মধ্যভাগের বহির অংশে চামড়ার নিচে।


উল্লেখিত ঠিকাদান  সময়সূচী অনুযায়ী নূন্যতম বিরতি মেনে টিকা না দিলে টিকা অকার্যকর হতে পারে ‌।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url