শিশুদের অপুষ্টির কারণ (Causes of Malnutrition)

 আজকের শিশু আগামীর দিনের ভবিষ্যৎ। একদিন তারা পিতা হবে এবং একদিন মাতা হবে।

শিশুদের অপুষ্টির  জন্য  কারণ গুলো হচ্ছে-

১.মায়ের বুকের দুধ না খাওয়া


২. বিভিন্ন ধরনের বাজার জাত দুধ খাওয়ান।


৩. অল্প বয়সে মেয়েদের বিয়ে ও অল্প বয়সে গর্ভবতী হওয়া।


৪. দারিদ্রতা ও সচেতনতার অভাব


৫. কন্যা শিশুকে অবহেলার চোখে দেখা 


৬. সবজি খাওয়ার প্রতি শিশুদের অবহেলা


৭. শিশুরা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খায়


৮. সঠিক সময়ে টিকা না দিলে


৯. শিশু অসুস্থ হলে বিশেষজ্ঞ না দেখিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে।


১০. সিজারের কারণে ও শিশু অপুষ্টিতে ভোগে


১১. ছয় মাসের পর শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার না খাওয়ালে।


১২. তাহলে রোদে না গেলে


১৩. শিশুকে বিভিন্ন ধরনের জুস ,চিপস ও বিভিন্ন ধরণের তরল পানীয় খাওয়ালে শিশু অপুষ্টিতে ভোগে।


১৪. শিশুর জিংকের ঘাটতি হলে


১৫. সুষম খাদ্য না খাওয়ালে


১৬. শিশুকে আমিষ ও শর্করা খাবার পরিমাণমতো না খাওয়ালে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url