ডেঙ্গু জ্বর(Fever of Dengue)
ডেঙ্গু ভাইরাস জনিত মশাবাহিত জ্বর। এডিস নামক মশার কামড়েই ডেঙ্গু জ্বর হয় ।
ডেঙ্গু জ্বরের উপসর্গ ও লক্ষণসমূহ?
১. জ্বর সাধারণত ১০৩ ডিগ্রীর উপরে উঠে।
২. মুখে অত্যন্ত অরুচি।
৩. শরীরে অন্তত ব্যথা ও চোখ লালচে হয়ে।
৪. বমি বমি ভাব কিংবা বমি হয়
৫. ডায়রিয়া হতে পারে
৬. শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে
এ সময় আমাদের করণীয় হচ্ছে পচুর পরিমাণে তরল পানি পান করা। অতি দ্রুত রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হবে এবং স্যালাইন করতে হবে। এছাড়া রোগীর ডেঙ্গু জ্বর পরীক্ষা করতে হবে এবং রক্তের প্লাজমা লেবেল পরীক্ষা করতে হবে। রোগী প্যারাসিটামল ছাড়া অন্য কোন ওষুধ খাওয়ানো যাবে না।
ডেঙ্গু জ্বর প্রতিরোধে সকালে এবং বিকেল বেলায় ঘুমানো হলে মশার টানে ঘুমাতে হবে এবং বাড়ির আশেপাশের ফুলের টপ, অবিবাহিত কৌয়টা, টায়ার, ডাবের খুসা, খালি পানির ট্যাঙ্ক,প্লাস্টিকের প্যাকেট দেয়া যাবে না।
আপনার নিজ বাড়ির আঙ্গিনা ও চারিপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন এবং গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।