ORS Preparation (খাবার স্যালাইন প্রস্তুতি)

 বর্তমানে খাবার স্যালাইন নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে। বিশেষ করে মানুষ খাবার স্যালাইনের প্রস্তুতি ভালোভাবে করছে না। খাবার স্যালাইন খাওয়ার ফলে শরীরে লবণের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে এ শিশুদের এই খাবার স্যালাইন খাওয়ানোর ফলে মৃত্যু হতে পারে। তাই খাবার স্যালাইন প্রস্তুতি সঠিক নিয়মে করা উচিত।


প্রথমে আমাদের হাত ধুয়ে নিতে হবে। একটি পরিষ্কার পাত্রে আধা লিটার পানি নিতে হবে। পানি ফুটিয়ে ঠান্ডা করে নিলে ভালো হয়। যদি সম্ভব না হয় টিউবওয়েল এর বিশুদ্ধ পানি ব্যবহার করা যেতে পারেন। হাতের কাছে পাওয়া যায় এমন কোন পরিষ্কার পাত্র নিতে হবে। তারপর ওই পাত্রে আধা লিটার পানি নিতে হবে। তারপর স্যালাইনের প্যাকেটটি পরিষ্কার কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তারপর সম্পূর্ণ সালাইন পাত্রে ঢেলে দিতে হবে। একটি পরিস্কার চামচ দিয়ে পুরো সালাইন ভালো ভাবে নাড়তে হবে। তৈরিকৃত  সালাইন চার ঘণ্টার বেশি রাখা যাবে না। চার ঘণ্টা পর তা ফেলে দিতে হবে।




Next Post Previous Post
1 Comments
  • Zahid Hasan
    Zahid Hasan 15 April 2024 at 04:15

    শিক্ষামূলক

Add Comment
comment url