যৌন উত্তেজক ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়া (Side effects of Sexual) Medicine

যৌন উত্তেজক ঔষুধ বলতে বুঝি যে ঔষুধগুলো খেলে আমাদের দেহের যৌন উত্তেজনা বাড়ে এবং মিলনের সময় বৃদ্ধি পায়। এই ঔষুধগুলো আমাদের সাময়িক যৌন জীবনে তৃপ্তি দিল ভবিষ্যতে এর পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক।


মানুষ সৃষ্টির সেরা জীব । প্রতিটি মানুষেরই যৌন জীবনের প্রতি রয়েছে তীব্র আকাঙ্ক্ষা। যখন প্রকৃতির বিরুদ্ধে কাজ করে তখনই প্রকৃতি তার উচিত বিচার করে।  যৌন ঔষুধ গুলো ঠিক একই রকম।


গ্রামগুলিতে দেখা যায় বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষ যৌন উত্তেজক ঔযুধ কিনসে। ঔষুধ খাওয়ার জন্য কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে না। ফলে তাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলছে। অনেকে আবার সখের বশে কৌতুহল বশত যৌন উত্তেজক ঔষধ খাচ্ছে। ফলে তাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলছে।



কিন্তু তারা যদি এইসব যৌন উত্তেজক ঔষুধ না খেয়ে পুষ্টিকর খাবার খায় বিশেষ করে ডিম, দুধ মধু, বিভিন্ন ধরনের মৌসুমি ফলমূল, মাংস খায় তবে তাদের এই সমস্যাগুলো দূর হয়ে ‌।



যেকোনো ধরনের ঔষুধ খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে‌। ডাক্তার যে পরীক্ষাগুলো দেয় সেই পরীক্ষাগুলো করে রোগের চাহিদা অনুযায়ী ঔষুধ খেতে হবে।

এই ঔষুধগুলো খাওয়ার ফলে শরীরের রক্ত চলাচলের গতি বেড়ে যায় ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় । ্্রো্্্্রো্্রো্্্্রো্্রো্্্্রো্্রো্্্্





মনে রাতে হবে প্রতিটি মানুষের জীবনে অমূল্য। তাই সাময়িক  সুখের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়া যাবে না।


আমাদের অবশ্যই যৌন উত্তেজক ঔষুধ বর্জন করতে হবে। ঔষুধ খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url