রক্তস্বল্পতার লক্ষণ(Sign of Anemia)


  ১.দূর্বলতা ,মাথা ঘোরা এবং বুক ধরফড় করা।


২. ক্ষুধা মন্দ হওয়া  ।


৩. চামড়া ফ্যাকাসে হয়ে যাওয়া।  


৪. চুল পড়ে যাওয়া।


৫. চোখের আবরণ তথা কনজাঙকটিভা  ফ্যাকাসে হয়ে যাওয়া।


৬. নখের গোড়া, হাতের তালু ,দাঁতের মাড়ি ও জিব্বা ফ্যাকাশে হয়ে যাওয়া ।


৭. কর্মক্ষমতা কমে যাওয়া, অল্প পরিশ্রমে ক্লান্ত বোধ করা।


৮. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url