ত্বক অর্থাৎSkin
মানব শরীরের মধ্যে সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক। এটি একটি শক্ত আবরণ, পানি রোধক এবং এর কোন মেরামতের প্রয়োজন নেই। একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরের চামড়ার আয়তন পায় বিশ বর্গফুট অর্থাৎ প্রায় একটি কম্বলের সমান।
শরীরের ত্বক বা চামড়ার নিচে মেলানো সাইট নামক এক ধরনের কোষ থাকে। মেলানো সাইট থেকে মেলানিন নামক এক ধরনের হরমোন তৈরি হয়। মেলানিন আমাদের চামড়া কে কালো হতে সাহায্য করে।
ত্বক সব সময় জীবন্ত থাকে। আপনাদের শরীরের চামড়া থেকে প্রতি মিনিটে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মৃত কোষ ঝরে যায়।