হঠাৎ শিশুদের মারাত্মক জ্বর (Suddenly dangerous fever for a child)

 যে কোন শিশু যেকোনো সময় অসুস্থ হতে পারে। যেকোনো সময় যেকোনো শিশু মারাত্মক জ্বরে আক্রান্ত হতে পারে। অনেক সময় মা তার শিশুকে নিয়ে বাসায় একা থাকে এবং সে সময় তার শিশু মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। তখন মায়েদের নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল করতে হবে যথা। 


1. সব সময় বাড়িতে প্যারাসিটামল সিরাপ  রাখতে হবে



2. জ্বর আসলে মাথায় পানি দিতে হবে এবং কাপড় ভিজিয়ে ভেজা কাপড় চিপড়িয়ে সারা শরীর মুছে দিতে হবে।


3. প্যারাসিটামল সিরাপ একসাথে  ডাবল  ডোজ   খাওয়াতে হবে।


4. শ্বাস এর সমস্যা হলে  নেবুলাইজার মেশিন দিয়ে গ্যাস দিতে হবে


5. যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।


6. অতিরিক্ত জ্বর  হলে পায়খানার রাস্তায় সাপোজেটরি ব্যবহার করা যায়।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url