যক্ষা বা টিভি(TB)
বাংলাদেশের যতগুলো প্রধান সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যক্ষা। যক্ষা রোগীদের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে সাধারণ রোগী যক্ষা রোগী দ্বারা আক্রান্ত হয়। একজন যক্ষা আক্রান্ত রোগী দ্বারা শুধু পরিবারের লোকজন ই আক্রান্ত হয় না বরং সমাজের সকল সদস্য আক্রান্ত হতে পারে এমনকি ওই গ্রামের সর্বোচ্চ যক্ষা ছড়িয়ে যেতে পারে। তাই যক্ষা অবহেলা করা যাবে না বরং যক্ষা রোগ প্রতিরোধে সকলকে একসাথে মোকাবেলা করতে হবে।
যক্ষা রোগের লক্ষণ:
১. শরীর শুকিয়ে যাবে
২. বিশেষ করে সন্ধ্যার দিকে প্রচন্ড জ্বর হবে
৩. একটানা দুই সপ্তাহের বেশি কাশি হবে
যদি সময় মত যক্ষা রোগের চিকিৎসা না করা হয় মানুষ মারাও যেতে পারে। তাই নিকটস্থ যক্ষা কেন্দে গিয়ে কফ পরীক্ষা করাতে হবে। যক্ষা ধরা পড়লে নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করতে হবে।