When a child will bring to hospital (কখন একটি শিশুকে হাসপাতালে নিতে হবে)
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সবার উচিত একটি শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া যখন সে অসুস্থ হবে। কিন্তু অনেক সময় একজন অভিভাবক তার শিশুকে হাসপাতালে নিয়ে যেতে চায় না ।
একটা শিশু যখন অসুস্থ হয় তখন সে তার পার্শ্ববর্তী ফার্মেসি হতে বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ায়। এতে করে স্বল্পমাত্রিক উপকার হলেও দীর্ঘমেয়াদি বাচ্চার জন্য ক্ষতি হয়। বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে যার ফলে ভবিষ্যতে ওই শিশুর মধ্যে কোন প্রকার এর অ্যান্টিবায়োটিকের কাজ করে না এতে করে সে বিরল রোগে আক্রান্ত হয়।
একটি শিশুকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে যখন তার মধ্যে নিম্নলিখিত বিপদ চিহ্নগুলো থাকবে।
1. শিশুপান করতে অথবা মায়ের দুধ খেতে পারছে না:
শিশুপান করতে পারেনা এর অর্থ শিশু একেবারেই কোন তরল খাবার পান করতে পারেনা ।কারণ শিশুটি মায়ের দুধ চুষতে বা তরল খাবার গিলতে পারছে না অথবা সে এতই দুর্বল যে তরল খাবার পান করতে বা গলাধঃকরণ করতে পারছে না।
2. শিশু সবকিছু বমি করে ফেলে দেয় :
সবকিছু বমি করে ফেলে দেয়ার অর্থ শিশু পেটে কোন কিছু ধরে রাখতে পারছে না। যে শিশু অল্প পরিমাণ তরল খাবার পেটে রাখতে পারে। তার এ লক্ষণ নেই।
3. শিশু নেতিয়ে পড়েছে বা অজ্ঞান:
দ্বিতীয় পড়া শিশু সাধারণত : ঘুমে আচ্ছন্ন থাকে। শিশু যদি শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং আশেপাশে কি করছে সে ব্যাপারে আগ্রহ না থাকে ,তবে সে নেতিয়ে পরেছে।
অজ্ঞান শিশুকে একেবারেই জাগানো যায় না। শিশুটি স্পর্শে ,জুড়ে শব্দে বা ব্যথা দিলে সাড়া দেয় না।
4. খিচুনি:
খিচুনির সময় শিশুর হাত ও পা শক্ত হয়ে যায়। অতঃপর তার হাত পা এবং মুখ জুড়ে ঝাঁকাতে পারে। শিশুটি কেন হারাতে পারে বা কথার উত্তর দিতে পারে না। মাকে বোঝানোর জন্য খিঁচুনির স্থানীয় প্রতিশব্দ ব্যবহার করুন।
এই লক্ষণ আছে তখনই বলা যাবে যদি খিচুনি আপনার সামনে হয় অথবা এইবারের অসুস্থতায় খিচুনি হয়।