হাড়ভাঙ্গা রোগীর প্রাথমিক চিকিৎসা
দৈনন্দিন প্রয়োজনে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করি। এ সময় চলতে চলতে আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। অনেক সময় আমাদের মারাত্মক দুর্ঘটনায় হাড় ভেঙ্গে যায়।
হাড় ভাঙগার লক্ষণও চিহ্ন
১. ভাঙ্গা অঙ্গটিতে ব্যথা হবে, বিশেষ করে নড়াচড়া করার সময় বেশি ব্যথা হবে।
২ . ভাঙ্গা স্থানে হালকা করে চাপ দিলেও মারাত্মক ব্যথা হবে।
৩. ভাঙ্গা স্থান ফুলে যাবে এবং আকৃতির পরিবর্তন ঘটবে।
হাড় ভাঙ্গার লক্ষণ থাকলে নিচের কাজগুলো করুন
১ . ভাঙ্গা অঙগটি চিহ্নিত করুন
২. ভাঙ্গা অঙ্গটি অহেতুক নড়াচড়া করবেন না
৩. শরীরে অন্য কোন স্থানে হাড় ভাঙ্গা আছে কিনা পরীক্ষা করুন। বিশেষ করে লক্ষ্য করুন কোমর, মেরুদন্ড,বুক বা পাঁজরের হাড় ভেঙ্গেছে কিনা।
৪. হাত বা পায়ের হাড় ভেঙ্গে গেলে বাশের চটা বা কাঠের টুকরা দিয়ে ভাঙ্গা জায়গাটি ব্যান্ডেজ বা এক টুকরা কাপড় দিয়ে বেধে দিন যাতে ভাঙ্গা অংশ নড়াচড়া করতে না পারে।
৫. যদি হাতের হাড় ভেঙ্গে গিয়ে থাকে স্প্রিন্ট বাধা র পদ্ধতি দেওয়ার পর ব্যান্ডেজের বা কাপড়ের সাহায্যে স্পেলিং করে ভাঙ্গা হাতকে গলার সাথে ঝুলিয়ে দিন।
৬. যদি কোমর বা মেরুদন্ডের হাড় ভেঙ্গে গিয়ে থাকে তাহলে ওই ব্যক্তির শরীরের নিচে সাবধানে একটা চার হাত লম্বা এবং দেড় হাত চওড়া কাঠের তক্তা স্থাপন করুন এবং ব্যক্তিকে কাঠের তক্তার সাথে সাবধানে ব্যান্ডেজ বা কাপড়ের টুকরা দিয়ে বেঁধে ফেলুন। এবার তক্তা দুই দিকে দড়ি ও বাশ বা কাঠের টুকরা সাহায্যে স্টেচারের এর মত তৈরি করুন এবং তাকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থা করুন।