Chlorpheniramine Syrup (ক্লোরফেনিরামাইন সিরাপ)
Chlorpheniramine Syrup বলতে সাধারণত আমরা হিস্টাসিন সিরাপ কে বুঝি।
মানুষ সাধারণত নাক দিয়ে পানি পড়া ও এলার্জিজনিত কারণে বাচ্চাদের হিস্টাসিন সিরাপ খাওয়ায়।
হিস্টাসিন সিরাপ খাওয়ানোর ফলে বাচ্চাদের সাময়িক ঠান্ডা ও এলার্জি দূর হলে ও এই সিরাপ খাওয়ার ফলে কফ শুকিয়ে যায়। ফলে শিশুদের শ্বাস নিতে কষ্ট হয়।
এ রকম হলে বাচ্চাদের নাক পরিষ্কার করে দিতে হবে এবং দরকার হলে গ্রাস দিতে হবে।
তাই আমাদের উচিত এই সিরাপের বিকল্প ব্যবহার করা।