KMC প্রদানের ধাপ

KMC হচ্ছে কাঙগারু মাদার কেয়ার।যদি নবজাতকের জন্ম ৩৭ সপ্তাহের আগে হয় এবং ওজন ২৫০০ গ্রামের কম হয় তবে KMC  দিতে হবে।





 ১.KMC প্রদানের জন্য মাকে রীতি অনুযায়ী ঢিলাঢালা জামা পড়তে হবে



২.শিশুকে ডায়াপার পরাতে হবে , মাথায় টুপি পড়াতে হবে।



৩. মায়ের স্পর্শে স্তনের মাঝখানে শিশুকে সোজাভাবে রাখতে হবে, শিশুর দুই হাত স্তনের উপরের দিকে কিছুটা ভাঁজ করা অবস্থায় এবং হাঁটু ভাঁজ করা থাকবে,এ অবস্থায় শিশুকে অনেকটা ব্যাঙের মতো দেখাবে।



৪.শিশুর মাথা যে কোনো একপাশে ঘুড়িয়ে রাখতে হবে,বাইনডার দিয়ে মায়ের ত্বকের স্পর্শে রেখে শিশুকে ভালোভাবে বাঁধতে হবে।



প্রতিদিন ২০ ঘন্টা KMC চালিয়ে যাওয়া উচিত।



শিশুর ওজন ২৫০০ গ্রাম হলে  বা মোট ৪০ সপ্তাহ পূর্ণ হলে শিশুকে KMC দেয়া বন্ধ করা যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url