অপুষ্টি (Malnutrition)

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিংবা অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে অপুষ্টি বলে। আবার খাদ্য গ্রহণের অপর্যাপ্ততার কারনে অপুষ্টি দেখা যায়।


অপুষ্টির  প্রধান কারণ সমূহ:

১. দারিদ্র


২. স্বল্প আয় 


৩. অস্বাস্থ্যকর পরিবেশ 


৪. অশিক্ষা 


৫. কিমি সংক্রমণ 


৬.মহামারীর প্রাদুর্ভাব 


৭. পানীজ আমিষের অভাব ও অন্যান্য পুষ্টি উপাদানের অপ্রাপ্ততা 


৮. কম পুষ্টিকর খাবার গ্রহণ 


৯. খাবার ও পুষ্টিমান সম্পর্কে অজ্ঞতা


১০. রান্নার পদ্ধতি 


১১.স্থানীয় সহজলভ্যতা ও পুষ্টিকর খাদ্যের সঠিক ব্যবহারে অক্ষমতা 


১২. প্রয়োজনের চেয়ে ক্রমাগত ভাবে অধিক পরিমাণে খাবার গ্রহণ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url