পুড়ে যাওয়া রোগীর প্রাথমিক চিকিৎসা (Primary treatment of burnt patient)

 পুড়ে যাওয়া সাধারণত তিন ধরনের ।


প্রথম স্তরের পুড়ে যাওয়া রোগীর তাপ লেগে চামড়া 

লাল হয়ে যাবে এবং কোনো ফুসকা পড়বে না।

 দ্বিতীয় স্তরের রোগীর চামড়া পুড়ে ফুচকা পড়বে।


 তৃতীয় স্তরের রোগীর পুড়ে যাওয়ার গভীরতা চামড়া ভেদ করে মাংস পর্যন্ত বিস্তৃত হবে।


পুড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসা।


রোগীকে তাড়াতাড়ি আগুনের উৎস থেকে সরিয়ে আনতে হবে।


পরিধেয় কাপড়ে আগুন লাগলে মোটা কাপড় বা কম্বল দিয়ে রোগীকে জড়িয়ে ধরতে হবে অথবা মাটিতে শুয়ে গড়াতে  হবে এতে আগুন নিভে যাবে।


শরীরের যে অঙ্গ পুড়েছে সেখানে পানি ঢালতে হবে।

প্রথম স্তরের পুড়ার ক্ষেত্রে  শুধুমাত্র পানি টাললেই হবে, আর কোন চিকিৎসার প্রয়োজন নেই। পানি ঢালতে হবে ১৫ মিনিট থেকে ২০ মিনিট।


দ্বিতীয় স্তরের পুড়ার ক্ষেত্রে লম্বা সময় ধরে পানি ঢালতে হবে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত এক্ষেত্রে ফুস্কা গলানোর দরকার নেই প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।


তৃতীয় স্তরের পুড়ার  ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নেয়া উচিত। হাসপাতালে নেওয়ার পূর্বে পুড়া স্থানে পানি ঢালতে হবে।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url