দুঃখ কষ্ট (Sorrowness)
মানুষ জন্মের পর থেকেই দুঃখ কষ্টের মধ্য দিয়ে বেরে উঠে। মানুষের জীবনে শুধু সুখ শান্তি থাকবে সেটা এমন নয়। মানুষকে হাজারো কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করতে হবে এটাই চিরন্তন সত্য।
অনেক সময় আমরা আমাদের জীবনে দুঃখ কষ্টের কারণে হতাশ হয়ে গড়ে। জীবনের প্রতি মায়া ভালোবাসা ও বেঁচে থাকার আকাঙ্ক্ষা আমাদের শেষ হয়ে যায়। আমরা সব সময় হতাশায় নিমজ্জিত থাকি। এত বেশি হতাশার কারণে আমাদের যা আছে আমরা তাও হারিয়ে ফেলে।
মানুষ যতদিন দুনিয়াতে আছে ততদিন তো থাকবে। একটা কথা মনে রাখবেন দুঃখের পর এই জীবনে আসবে সুখ।
তাই দুঃখ কষ্ট আমাদের জীবনের অভিশাপ না। দুঃখ কষ্ট হচ্ছে আমাদের জীবনের জন্য একটি বার্তা বা একটি সংকেত যে আমাদের জন্য সুখের জীবন অপেক্ষা করছে।
তাই আমাদের সব সময় দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে নিতে হবে।