জন্মকালীন স্বল্প ওজনের কারণ
১. গর্ভস্থ ভ্রুনের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া
২. মায়ের অপুষ্টি
৩. গর্ভকালীন উচ্চ রক্তচাপ
৪. মায়ের অসুস্থতা যেমন রুবেলা ভাইরাস , ম্যালেরিয়া, সিলিপিস ইত্যাদিতে সংক্রমিত হওয়া
৫. জন্মগত সমস্যা
৬. নির্ধারিত সময়ের পূর্বে জন্ম নেওয়া
৭. কম বয়সে সন্তান ধারণ
৮. ঘন ঘন গর্ভবতী হওয়া
৯. প্রসবের রাস্তায় প্রদাহ
১০. মূত্রনালীর প্রদাহ
১১. গর্ভকালীন অবস্থায় ধূমপান অথবা মদ্যপান
১২. এইচআইভি এবং এইডস
১৩. মায়ের পুষ্টি শিক্ষার অভাব।