স্ট্রোক কাদের বেশি হয় (Red signal for a stroke patient)

১. যাদের উচ্চ রক্তচাপ আছে 


২. যাদের ডায়াবেটিস আছে অথবা চিকিৎসা করে না 


৩. যাদের রক্তে চর্বি  ও শর্করার আধিক্য আছে 


৪. যাদের হার্টের অসুখ বিশেষত ভাল্বের সমস্যা আছে 


৫. যাদের শরীরের বাড়তি ওজন আছে অর্থাৎ যারা মোটা 


৬. যে সমস্ত মহিলা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান, যারা মদ্যপান ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করেন


৭. জন্মগতভাবে ব্রেনের রক্ত শিরার অসুবিধা ফুসফুসে প্রদাহ, রক্তশিরা শক্ত হয়ে যাওয়া, রক্তক্ষরণের প্রবণতা, ইত্যাদি রোপ থাকলেও স্টোক হতে পারে।


৮. বয়স যত বাড়বে ব্রেন অ্যাটাকের ঝুঁকি তত বাড়বে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url