স্ট্রোকের লক্ষণ (Signs of Stroke)
১. শরীরের কোন অংশে যেমন মুখমন্ডল, হাত, পা অথবা শরীরের একাংশ অবশ অথবা দুর্বল বোধ করা
২. চোখ বিশেষত এক চোখে ঝাপসা দেখা
৩. কথা বলতে অথবা বুঝতে অসুবিধা
৪. প্রচন্ড মাথা ব্যথা, বমি অথবা অজ্ঞান হোওয়া
৫. মাথা ঝিমঝিম করা, হাটতে অসুবিধা, পড়ে যাওয়ার ভাব
এই লক্ষণ সমূহ সবগুলো একসাথে নাও দেখা দিতে পারে। একটি লক্ষণ হলেও ডাক্তারের পরামর্শ নিন।