মাথা ব্যথা (Head pain)

 অনেক কারণে মাথাব্যথা হয়। শতকরা ৯০ থেকে ৯৫ ভাগ মানুষই জীবনের কোন না কোন সময় মাথা ব্যথায় ভোগে।


বেশিরভাগ মাথা ব্যাথা গুরুতর নয়। সুতরাং কারো মাথাব্যথা হলে ভয় পাওয়ার কিছু নাই। তবে কোন কোন মাথা ব্যাথা গুরুতর রোগের কারণ হতে পারে।


বিভিন্ন ধরনের মাথাব্যথা হয় কারণগুলো হচ্ছে 


১. কম ঘুমও টেনশন 


২. কাশি  দিলে ব্যথা হয় এটির কারণ হচ্ছে টিউমারের সমস্যা


৩.OCP পিল খাওয়ার ফলে মাথা ব্যাথা হতে পারে 


৪. পিরিয়ড বন্ধ করতে হলে মাথা ব্যথা করতে পারে 


৫. মাইগ্রেনের কারনেও মাথা ব্যথা করতে পারে 


৬. প্রচন্ড জ্বর আসলে মাথা ব্যথা করতে পারে 


৮. আবার টেনশনের কারণে মাথাব্যথা হতে পারে 


স্বল্প মেয়াদি মাথাব্যথা হলে প্যারাসিটামল ঔষুধ খেলে সেরে যাবে। কিন্তু দীর্ঘমেয়াদি মাথা ব্যথা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url